টেলিগ্রাম থেকে ইনকাম করার উপায়
বন্ধুরা আপনারা সকলে জানেন বর্তমান এই ডিজিটাল যুগে অনলাইন থেকে ইনকাম করা কত সহজ। ঘরে বসে ফ্রিল্যান্সিং করে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে।
সঠিক গাইডলাইন থাকলে অনলাইন থেকে ইনকাম করা খুবই সহজ। আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই অনলাইন থেকে ইনকাম করতে পারবেন।
অনেকে ফেসবুক ইউটিউব এর মত সোশ্যাল মিডিয়া থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। আজকে এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন ফেসবুক ইউটিউব এর মত টেলিগ্রাম থেকেও কিভাবে ইনকাম করা সম্ভব।
এখন হয়তো ভাবছেন টেলিগ্রাম হল একটা মেসেজ আদান-প্রদানের জন্য একটি প্লাটফর্ম, তাহলে এই টেলিগ্রাম থেকে কিভাবে ইনকাম করা সম্ভব।
ঠিকই দেখেছেন টেলিগ্রাম থেকে ইনকাম করা সম্ভব তবে এর জন্য আপনার কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। যেমন:
*আপনার একটা টেলিগ্রাম একাউন্ট থাকতে হবে।
*টেলিগ্রাম একাউন্টে চ্যানেল এবং গ্রুপ থাকতে হবে
*চ্যানেল এবং গ্রুপে পাঁচ হাজারের উপরে ফলোয়ার সাবস্ক্রাইবার থাকতে হবে
টেলিগ্রাম একাউন্ট তৈরি
রাম একাউন্ট তৈরি করার জন্য প্রথমে গুগল প্লে স্টোরে যান। এরপর (telegram) টেলিগ্রাম লিখে সার্চ দিন। এখন টেলিগ্রাম অ্যাপটি ইন্সটল করে নিন। ইন্সটল করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করে নেন।
এবার start মেসেজিং এ টাচ করুন, এবার এলাও করে দিন। এখন আপনার দেশ কোনটি সেটি সিলেট করে দিন। আমি বাংলাদেশ থেকে তাই বাংলাদেশ সিলেট করে দিচ্ছি। আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে নেক্সট করে দিন। এবার কন্টিনিউ করে দিন।
দেখবেন অটোমেটিক্যালি নাম্বার থেকে ভেরিফিকেশন হয়ে গেছে ।এবার আপনি আপনার ফাস্ট নেম লাস্ট নেম দিয়ে নেক্সট করে দিন। এবার কন্টিনিউ করে দিন এবার অ্যালাও করে দিন দেখবেন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে।
টেলিগ্রাম চ্যানেল তৈরি
টেলিগ্রাম চ্যানেল তৈরি করার জন্য নিচের কলম চিহ্নতে ক্লিক করুন। উপরে দেখতে পাবেন নিউ চ্যানেল নামের একটা অপশন আছে সেখানে টাচ করুন।
ক্রিয়েট চ্যানেলে ক্লিক করুন এবার চ্যানেলের একটি নাম দিন। চ্যানেল তৈরি করার আগে অবশ্যই নাম কি দিবেন সে বিষয়ে ভেবে নিবেন। আপনি যে বিষয় নিয়ে কাজ করতে চান সেই বিষয়ে একটা ছোট্ট সুন্দর নাম দিন।
এবার নিচে ডেসক্রিপশন দিয়ে দিন। ডেসক্রিপশন এর সাথে আপনি আপনার চ্যানেলের নাম রিলেটেড কিছু কিওয়ার্ড ফ্যাশ থেকে মাধ্যমে দিয়ে দিন। এতে করে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে।
তারপর ওপরে ঠিক ডান পাশের টিক চিহ্নতে ক্লিক করে দিন। চ্যানেলটি যদি পাবলিক চ্যানেল বানান তাহলে পাবলিক সিলেট কোন আর যদি প্রাইভেট বানান তাহলে প্রাইভেট সিলেক্ট করুন।
এবার পাবলিক লিংক এর জায়গায় আপনি আপনার চ্যানেল রিলেটেড নামটি দিতে পারেন। অবশ্যই ছোট হতে হবে এ বিষয়টি খেয়াল রাখবেন।
এবার উপরে কর্নারের ডান পাশে টিক চিহ্নতে ক্লিক করুন। এবার আপনার কন্ঠ থেকে কাউকে যদি চ্যানেলে এড দিতে চান তাহলে সে কন্টাক্ট এ সিলেট করুন।
এখন নিচে ডান পাশে তীর চিহ্নতে ক্লিক করুন। দেখবেন আপনার চ্যানেলটি তৈরি হয়ে গেছে।
টেলিগ্রাম গ্রুপ তৈরি
টেলিগ্রাম গ্রুপ তৈরি করার জন্য যে ডানপাশে কর্নারে কলম চিন্হ তে ক্লিক করুন। এবার উপরে নিউ গ্রুপ অপশনে ক্লিক করুন।
আপনার তৈরি কৃত গ্রুপে আপনি কাদের কে এড দিতে চান, অর্থাৎ আপনার কন্টাকে থাকা কাউকে যদি অ্যাড দিতে চান তাহলে সেই কন্টাক্ট লিস্ট থেকে সিলেট করুন।
এবার ডান পাশের তীর চিহ্নতে ক্লিক করুন। এবার আপনার গ্রুপের একটা নাম দিন। এবার নিচের ঠিক চিহ্নতে ক্লিক করুন। দেখবেন আপনার গ্রুপটি তৈরি হয়ে গেছে।
একটা বিষয় মনে রাখবেন আপনার গ্রুপে সর্বোচ্চ ২ লক্ষ মেম্বার এড করতে পারবেন।
আপনার চ্যানেলে এবং গ্রুপে অবশ্যই প্রতিনিয়ত পোস্ট করতে থাকবেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল এর লিংক শেয়ার করুন। এতে করে আপনার চ্যানেল এবং গ্রুপ আস্তে আস্তে বড় হতে থাকবে।
টেলিগ্রাম থেকে ইনকাম
টেলিগ্রাম অ্যাপ থেকে আপনি সরাসরি ইনকাম করতে পারবেন না কারণ টেলিগ্রাম অ্যাপ সরাসরি ইনকাম করার কোন সিস্টেম এখন পর্যন্ত চালু করেনি। তবে আপনি চাইলে টেলিগ্রামকে ব্যবহার করে অনেক ভাবেই ইনকাম করতে পারেন।
এফিলিয়েটলিংক শেয়ার, নিজস্ব পণ্য বিক্রি, অন্যের কোম্পানির প্রমোশনের মাধ্যমে, ছোট ছোট চ্যানেল প্রমোট করার মাধ্যমে ইত্যাদি আরো অনেকভাবে ইনকাম করতে পারবেন। কিভাবে টেলিগ্রামকে ব্যবহার করে ইনকাম করবেন নিচে তা দেওয়া হল।
নিজস্ব পণ্য বিক্রি করে ইনকাম
আপনার গ্রুপ এবং চ্যানেলের মেম্বার যখন অনেক বেশি হয়ে যাবে। তখন আপনি চাইলে আপনার পণ্য এর বিজ্ঞাপন আপনার চ্যানেলে দিতে পারবেন।
সেখান থেকে আপনার পণ্য অনেকেই কিনবে। এর থেকে আপনি অনেক ইনকাম করতে পারবেন।
এফিলিয়েট মার্কেটিং
আপনার নিজস্ব পণ্য না থাকলে এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। এ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য অনেক মার্কেটপ্লেস রয়েছে।
সে মার্কেট প্লেস গুলোতে অ্যাপ্লাই করে তাদের প্রোডাক্টের একটি অ্যাপলেট প্রমোশন লিঙ্ক নিয়ে আপনার গ্রুপ এবং চ্যানেলে প্রচার শুরু করে দিন। দেখবেন আস্তে আস্তে আপনার গ্রুপের মেম্বার বৃদ্ধি পাচ্ছে এবং আপনার ইনকামও বৃদ্ধি পাচ্ছে ।
আপনি বিভিন্ন রকমের পণ্য এর অ্যাফিলিয়েট লিংক আপনার গ্রুপে শেয়ার করতে থাকুন এবং বেশি বেশি ইনকাম করতে থাকুন।
সিপিএ মার্কেটিং করে ইনকাম
আপনারা সকলে জানেন যে সরাসরি এফিলিয়েট বা সিপিএ লিংক কোন সোশ্যাল মিডিয়াতে প্রমোট করা যায় না। আপনি আপনার অফার লিঙ্ক চ্যানেলে আপলোড/পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে খুব সহজেই শেয়ার করতে পারবেন।
এভাবে আপনার চ্যানেলের প্রমোশনও হয়ে যাবে সে সাথে আপনার সিপিএ মার্কেটিং থেকেও ইনকাম হতে থাকবে।
লিংক শর্টনার থেকে ইনকাম
আপনার গ্রুপ অথবা চ্যানেলে অধিক মেম্বার হলে আপনি যখন কোন পোস্ট করেন তখন অধিক মানুষ ভিউ করে। অনেক লিংক শর্টনার সাইট রয়েছে।
যারা কোন লিংক বড় থাকলে তা ছোট করে দেখায় এবং আপনার সেই লিংক এর আগে একটি এড বসিয়ে দেয়। এর ফলে আপনার ওই লিংক যদি কেউ ওপেন করে প্রথমে একটি অ্যাড শো করবে তারপর আপনার লিংকটি ওপেন হয়ে যাবে।
এর থেকে আপনি প্রতি এক হাজার ভিউতে বেশ ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন।
ছোট ছোট চ্যানেল প্রমোট করে ইনকাম
আপনার চ্যানেল যখন অনেক বড় হবে তখন অনেক ছোট ছোট চ্যানেল তাদের সেল প্রমোশনের জন্য আপনাকে নক দিবে এবং তাদের চ্যানেল প্রমোশন করাতে চাইবে অর্থের বিনিময়ে।
তখন আপনি তাদের নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে প্রমোশন করিয়ে দিতে পারবেন।
পেইড প্রমোশন
অনেক কোম্পানি যাদের ব্র্যান্ড প্রমোশনের জন্য বড় বড় টেলিগ্রাম চ্যানেল এর মালিকদের সাথে কথা বলে তাদের কোম্পানির (promotion)প্রমোশন করে নেয় টাকার বিনিময়ে।
আপনার চ্যানেল খুব অনেক বড় হলে আপনি অনেক বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন।
পেইড সাবস্ক্রিপশন
আপনার চ্যানেলে প্রিমিয়াম কনটেন্ট আপলোড করে পেট সাবস্ক্রাইবশনের মাধ্যমে ইনকাম করতে পারেন।
ধরুন আপনার প্রিমিয়াম কনটেন্ট রয়েছে সেটিকে অনেক মানুষ সেই দেখতে চায় তাহলে আপনি একটি প্রাইভেট চ্যানেল করুন এবং তাতে সাবস্ক্রাইনের মাধ্যমে/নির্দিষ্ট পরিমাণ অর্থ এর বিনিময়ে তা দেখার সুযোগ করে দিতে পারেন। এভাবে আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন।
আশা করি আজকেই আর্টিকেলের মাধ্যমে আপনারা টেলিগ্রাম সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছেন। টেলিগ্রাম ব্যবহার করে কিভাবে ইনকাম করতে হয় তাও জানতে পেরেছেন।
আর্টিকেল সম্পর্কিত কোনো প্রশ্ন অথবা যদি কোন সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ্।
আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
Post a Comment