Whatsapp ব্যবহার করুন এবং ইনকাম করুন
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে একে অপরের সাথে যোগাযোগের জন্য জনপ্রিয় একটি বড় মাধ্যম হলো Whatsapp। হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পৃথিবীর যে কোন স্থানের যে কোন মানুষের সাথে আপনি যোগাযোগ খুব সহজেই করতে পারবেন।
ইন্টারনেট সংযোগের মাধ্যমে একটি স্মার্ট ফোন দিয়ে, Whatsapp এর মাধ্যমে ঘরে বসে আপনার ব্যক্তিগত এবং ব্যবসায়িক সকল কথোপকথন করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে অডিও কলিং ভিডিও কলিং Photo আদান-প্রদান এবং মেসেজ আদান-প্রদান করতে পারবেন। যেহেতু আপনি মেসেজ আদান প্রদান এবং কল করতে পারবেন সেহেতু আপনি এর মাধ্যমে কিছু টাকা ইনকাম করতে পারবেন।
বন্ধুরা আপনারা সবাই জানেন টাকা ইনকাম করা কত কঠিন কাজ। টাকা ইনকাম করা যদি সহজ হতো তাহলে কেউ গরিব থাকতো না।আপনি চাইলে খুব সহজেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ইনকাম করতে পারবেন। Whatsapp দিয়ে ইনকাম করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয়।
বন্ধুরা আজকে আর্টিকেলের মাধ্যমে আপনারা Whatsapp দিয়ে কিভাবে ইনকাম করবেন তার কিছু কৌশল আপনাদের সামনে তুলে ধরবো।Whatsapp থেকে ইনকাম করার জন্য আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন ।আশা করি হোয়াটসঅ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
Whatsapp একাউন্ট তৈরি
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে গুগল প্লে স্টোরে যান তারপর হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করুন। এবার Whatsapp অ্যাপটি ইন্সটল করুন।Whatsapp ইনস্টল হয়ে গেলে এবার ওপেন করুন। ওপেন করার পরে নিচে দেখতে পাবেন (Agree and continue)এগ্রি এন্ড কনটিনিউ। এগ্রাইন্ড কন্টিনিউ এ ক্লিক করুন।
আপনার কান্ট্রি এবং ফোন নাম্বার দিয়ে নেক্সট করুন। আপনি যে নাম্বারটি দিয়েছেন সেটি যদি এডিট করতে চান তাহলে এডিট করুন আর যদি এডিট না করতে চান তাহলে ওকে করুন।আপনি যে নাম্বারটা দিয়ে একাউন্ট করবেন সেটা যে ডিভাইস দিয়ে একাউন্ট করবেন সেই ডিভাইসে থাকে তাহলে কন্টিনিউ করুন।
সিমটি যদি অন্য ফোনে থাকে তাহলে ভেরিফাই উইথ এসএমএস (Verify With sms) এ ক্লিক করুন। এবার আপনি ৬ ডিজিটের কোডটি দিয়ে ভেরিফাই করে নিন। এখন আপনি আপনার নাম টাইপ করুন এবং একটি প্রোফাইল পিকচার দিন এবং নেক্সট করুন। দেখবেন আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে।
Whatsapp গ্রুপ তৈরি
Whatsapp থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে একটি গ্রুপ তৈরি করতে হবে। Whatsapp গ্রুপ তৈরি করার জন্য নিচের মেসেজ আইকনে ক্লিক করুন।
উপরে দেখতে পাবেন (New group) নিউ গ্রুপ নামের একটি অপশন। এবার নিউ গ্রুপে ক্লিক করুন। আপনার কন্টাক্ট লিস্টে থাকা কাউকে যদি সেই গ্রুপে এড দিতে চান তাহলে তাদের নাম্বার গুলো সিলেক্ট করুন। আর যদি তাদের অ্যাড না করতে চান তাহলে গ্রুপ তৈরি করতে পারবেন না।
গ্রুপ তৈরি করার জন্য আপনার কন্টাক্ট লিস্টে থাকা সর্বনিম্ন একজনকে এড করতেই হবে। না হলে পরের স্টেপে যেতে পারবেন না।
এবার নিচে ডান পাশের তীর চিহ্নতে ক্লিক করুন। এখন আপনার গ্রুপের একটি পিকচার দিন এবং গ্রুপের একটি নাম দিয়ে নিচের টিক চিহ্নটিতে ক্লিক করে দিন। দেখবেন আপনার গ্রুপটি তৈরি হয়ে গেছে।
গ্রুপ মেম্বার বৃদ্ধি করার উপায়
Whatsapp থেকে ইনকাম করার জন্য গ্রুপে মেম্বার বৃদ্ধি করা খুবই প্রয়োজনীয়। Whatsapp গ্রুপে যত বেশি মেম্বার থাকবে তত বেশি ইনকাম হবে। Whatsapp এর গ্রুপে মেম্বার কিভাবে বৃদ্ধি করবেন এ বিষয়টি ভাবছেন তো চিন্তা করবেন না আমি হোয়াটসঅ্যাপে গ্রুপ মেম্বার কিভাবে বাড়াবেন তা বিস্তারিত বলে দিচ্ছি।
আপনার গ্রুপের ইনভাইটেশন লিংক দিয়ে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি দিয়ে খুব সহজেই গ্রুপের মেম্বার বৃদ্ধি করতে পারবেন।
ইনভাইটেশন লিংক কোথায় পাবেন? চিন্তার কোন কারণ নেই ইনভাইটেশন লিংক পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপের গ্রুপে চলে যান।
উপরের ডান পাশের কর্নারে 3 ডট অপশন আছে এবার সেখানে ক্লিক করুন। অনেকগুলো অপশন দেখতে পারবেন। এবার গ্রুপ ইনফো (Group info) তে ক্লিক করুন।
একটু নিচের দিকে জান, দেখতে পাবেন ইনভাইট ভায়া লিংক (Invite via link) অপশনটি রয়েছে। এবার সেখানে ক্লিক করুন। দেখতে পাবেন অনেকগুলো অপশন, সেখান থেকে কপি লিংকে ক্লিক করুন। আপনার গ্রুপের ইনভাইট লিঙ্কটি কপি হয়ে যাবে।
এখন আপনি সেই লিংকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে থাকুন। আস্তে আস্তে গ্রুপ মেম্বার বাড়তে থাকবে। গ্রুপ মেম্বার যখন বেশি হয়ে যাবে তখনই আপনি Whatsapp থেকে ইনকাম করতে পারবেন।
Whatsapp থেকে ইনকাম করবেন যেভাবে
Whatsapp থেকে ইনকামের জন্য গ্রুপ খুবই গুরুত্বপূর্ণ। আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে যত বেশি মেম্বার থাকবে তত বেশি ইনকাম করতে পারবেন। Whatsapp গ্রুপ থেকে কিভাবে ইনকাম করবেন তার ২ টি উপায় বিস্তারিত নিচে দেওয়া হল।
লিংক শর্টনার সাইট থেকে ইনকাম
লিংক শর্টনার সাইট থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে জানতে হবে যে লিংক শর্টনার সাইট কিভাবে কাজ করে।
আপনারা যখন কোন ফেসবুক পোস্ট কাউকে শেয়ার করতে জান, তখন দেখতে পারবেন আপনি যে পোস্টটি শেয়ার করেছেন সেই পোস্টার লিঙ্ক অনেক বড়, এবং দেখতে একদম হিজিবিজি লাগে।লিংক শর্টনার সাইট গুলো থেকে যখন আপনি ওই লিংকে ছোট করতে চাইবেন, তখন দেখবেন লিংকটি অনেকটাই ছোট হয়ে গেছে এবং দেখতে অত হিজিবিজি লাগছে না।
লিংক শর্টনার সাইট গুলো আপনার পোষ্টের লিংকটি অনেক ছোট করে দেয় এবং তাতে একটা এড বসিয়ে দেয়। এর থেকে তাদের কিছু পরিমাণ আর্নিং হয় যখন আপনি ওই শর্ট লিঙ্কটি শেয়ার করেন এবং কেউ সেটা ভিউ করে।
লিংক শর্ট নোট সাইট থেকে লিংক ছোট করার জন্য আপনাকে প্রথমে ওই সাইটে একটি অ্যাকাউন্ট করতে হয়। অ্যাকাউন্ট হয়ে গেলে আপনাকে লিংক শর্ট করার একটি অপশন দেয়। শর্ট লিঙ্ক গুলো কতবার ওপেন হয়েছে তার একটা হিসাব ও আপনি দেখতে পারবেন লিংক শর্টনার সাইট থেকে।
লিংক শর্টনার সাইটগুলো তাদের এড বসিয়ে যে ইনকামটা করে তার থেকে কিছু পরিমাণ ইনকাম আপনাদের কেউ দেয়।বর্তমান সময়ের লিংক শর্ট করে এমন অনেক সাইট রয়েছে। যারা প্রায় এক হাজার ভিউতে ৩০০ থেকে ৩৫০ টাকা দিয়ে থাকে।
আপনি চাইলে আপনার Whatsapp গ্রুপের মাধ্যমে এই লিংক শর্টনার সাইট গুলো থেকে ইনকাম করতে পারবেন।ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এরকম সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় পোস্টগুলোর লিংক শর্ট করে আপনার গ্রুপে শেয়ার করে ইনকাম করতে পারেন।
রেফারেল প্রোগ্রাম থেকে ইনকাম
বর্তমানে অনলাইনে এমন কিছু অ্যাপ এবং ওয়েবসাইট রয়েছে যারা তাদের অ্যাপ এবং ওয়েবে রেফারেল অপশন টি চালু রেখেছে।আপনি যদি সেরকম ওয়েবসাইটে অ্যাকাউন্ট করেন এবং আপনার রেফারেলে কাউকে জয়েন করাতে পারেন তাহলে সেখান থেকে কিছু পরিমাণ টাকা আপনি ইনকাম করতে পারবেন।
আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই রেফারেল লিংকটি শেয়ার করুন এবং আপনার গ্রুপ মেম্বারদেরকে একাউন্ট করতে বলুন। এর থেকে অনেক ভাল পরিমাণে ইনকাম করতে পারবেন।
আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ে, আপনারা Whatsapp থেকে কিভাবে ইনকাম করবেন সে বিষয়ে অনেক কিছুই জানতে পেরেছেন।
আপনাদের যদি কোন প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ্।
প্রথম থেকে শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
Post a Comment