টিকটক থেকে ইনকাম করার প্রক্রিয়া

tiktok এমন একটি অ্যাপ যা কিনা গত তিন বছরে সর্বোচ্চ ডাউনলোডেড অ্যাপ। tiktok এর নাম শোনেন নাই এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। বর্তমান ডিজিটাল যুগে প্রায় সবার কাছেই স্মার্টফোন রয়েছে এবং তাতে টিকটক অ্যাপটি রয়েছে।


আপনি ভাবছেন টিকটক থেকে আবার ইনকাম করবে কিভাবে। টিকটক থেকে ইনকাম করা সম্ভব। আমি বলব বর্তমান ডিজিটাল যুগে অনলাইনের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব।




তার মানে আপনি অবশ্যই টিকটক থেকে ইনকাম করতে পারবেন।


শর্ট ভিডিওর দুনিয়ায় টিকটক প্রথম। tiktok শুধু বিনোদনের জন্য না আপনি চাইলে টিকটক থেকে ইনকাম করতে পারবেন। ইনকাম করার জন্য অবশ্যই আপনার একটি টিকটক একাউন্ট থাকতে হবে।


একাউন্ট যেভাবে তৈরি করবেন



অ্যাকাউন্ট তৈরির জন্য একটি ফোন নাম্বার অথবা ইমেইল অথবা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে।


Sign up করার পদ্ধতি



Sign up করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের টিকটক অ্যাপটি যদি ডাউনলোড করা থাকে তাহলে ওপেন করুন।ডাউনলোড করা না থাকলে ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে যান। সার্চ করুন( TikTok ) টিকটক লিখে।


দেখতে পারবেন প্রথমে টিকটক অ্যাপটি রয়েছে। এবার ইন্সটল বাটনে প্রেস করুন। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন।একটা ডায়লগ বক্স দেখতে পারবেন(agree and continue) । এবার (agree and continue)এ ক্লিক করুন।


দেখতে পাবেন শর্ট ভিডিও। এবার একটু খেয়াল করুন ডানপাশের নিচে কর্নারে প্রোফাইল আইকন আছে। এবার ওই প্রোফাইল আইকনে ক্লিক করুন।




Sign up for TikTok দেখতে পাবেন। এবার আপনি ফোন নাম্বার অথবা ইমেইল অথবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।



এমন কি আপনি আপনার ফোনে লগইন করা গুগল একাউন্ট দিয়েও টিকটক একাউন্ট তৈরি করতে পারেন।এবার যে কোন একটাতে ক্লিক দিন। ধরে নিচ্ছে আপনি আপনার ফোনের গুগল একাউন্ট দিয়ে করবেন তাহলে নিচের অপশনটিতে (continue with google) ক্লিক দিন।






আপনার যদি একাধিক গুগল একাউন্ট থেকে থাকে তাহলে আপনি যেই গুগল একাউন্ট দিয়ে টিকটক একাউন্ট তৈরি করবেন সেটাতে ক্লিক দিন।


এবার বার্থডে এর অপশন চলে আসবে। আপনি আপনার সঠিক জন্ম তারিখ দিয়ে দিন। দেখবেন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে।


ফলোয়ার যেভাবে বাড়াবেন



ফলোয়ার বৃদ্ধি করার জন্য আপনাকে অবশ্যই রেগুলার হতে হবে। প্রতিনিয়ত কোয়ালিটি ফুল ভিডিও আপলোড দিতে হবে।


কেউ ভিডিওতে কমেন্ট করলে তার রিপ্লাই দিতে হবে। রিপ্লাই করলে ভিডিও এনগেজমেন্ট বৃদ্ধি পায় ফলে আপনার ভিডিওটি আরো বেশি মানুষের কাছে পৌঁছে যায় ।এতে করে আপনি ভিউ অনেক বেশি পাবেন।


কোন ধরনের ভিডিও আপলোড করবেন



ভিডিও আপলোড করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে নিন আপনি কি ধরনের ভিডিও আপলোড করবেন।


আপনি ১৫ সেকেন্ডের মধ্যে অনেক সুন্দর ভাবে নিজেকে উপস্থাপন করুন। শুধু গানের তালে তালে মুখ নাড়ানো এসব ভিডিও দিয়ে কোন লাভ হবে না।


তাই আপনাকে কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে হবে। আপনি চাইলে শিক্ষনীয় কিছু করতে পারেন রেসিপি নিয়ে করতে পারেন এনিমেশন নিয়ে করতে পারেন, মোটকথা আপনাকে কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে হবে।


যেভাবে আপনি টিকটক থেকে ইনকাম করবেন



সবাই চায় তাদের নিজস্ব ওয়েবসাইট অথবা অ্যাপে ভিজিটর বেশি সময় ধরে থাকুক। tiktok ও এর বাইরে নয়।টিকটক এমন এক ফিচার নিয়ে এসেছে যার মাধ্যমে আপনারা টিকটক থেকে ইনকাম করতে পারবেন।


টিকটক অ্যাকাউন্ট মনিটাইজ



YouTube, Facebook এ যেমন মনিটাইজেশন অন করে ইনকাম করতে হয়। তেমনি tiktok কেউ মনিটাইজ করে আপনি ইনকাম করতে পারেন।


আপনার ভিডিও গুলো মনে টেস করার জন্য প্রোফাইল অপশনে যান। উপরে ডানপাশে দেখতে পাবেন থ্রি লাইন অপশন আছে সেখানে টাচ করুন।


দেখতে পাবেন দুটি অপশন creator tools এবং settings and privacy । এবার Creator tools এ টাচ করুন। এবং নিচের অ্যাপ সেটিং টি অন করে দিন।


গিফট অপশন অন করুন



আবার ক্রিয়েটর টুলসে জান দেখতে পাবেন গিফটস(gifts)নামের একটা অপশন আছে। গিফট এ টাচ করুন।


Gifts অপশনটি চালু করুন। দেখতে পাবেন নিচে কিছু শর্ত রয়েছে। নিচের শর্তগুলো পূর্ণ হলে আপনার gifts অপশনটি চালু হয়ে যাবে।


প্রথমত আপনার দশ হাজার ফলোয়ার লাগবে। আপনার ভিডিওগুলো টিকটকের কমিউনিটি গাইড লাইন মেনে আপলোড দিতে হবে।


আপনার অ্যাকাউন্টটি সর্বনিম্ন ৩০ দিনের এক্টিভিটিস থাকতে হবে। মোট কথা আপনার একাউন্টের বয়স ৩০ দিন সর্বনিম্ন হওয়া লাগবে।


আপনার বয়স আঠেরোর উপরে হতে হবে। শিশুদের জন্য ইনকামের কোন প্রসেস দেওয়া নাই কেননা শিশুরা অল্প বয়সে যদি ইনকাম করতে থাকে তাহলে তাদের ভবিষ্যৎ নষ্ট হবে।


আপনার বয়স যদি ১৮তে হয় আর আপনার একাউন্টটি সর্বনিম্ন ৩০ দিনের বেশি হয় এবং আপনার যদি ১০ হাজারের উপরে ফলার হয় তাহলে আপনি আপনার একাউন্টে গিফট অপশনটি চালু করতে পারবেন।


আপনার ফ্রেন্ডরা ইচ্ছা করলে আপনাকে কয়েন সরাসরি গিফট করতে পারবে। আপনার গিফট অপশনটি চালু হয়ে গেলে আপনার ভিডিওর কমেন্টের গিফট অপশনটি দেখা যাবে।


সেখান থেকে আপনার ফলোয়াররা আপনাকে কয়েন গিফট করতে পারবে। কয়েন গিফট করার জন্য অবশ্যই প্রথমে কয়েন কিনতে হবে।


tiktok এর ইনকাম দেখবেন যেভাবে



tiktok এর ইনকাম অর্থাৎ ব্যালেন্স দেখার জন্য আপনাকে প্রোফাইল অপশনে যেতে হবে। এবার উপরের ডান পাশে থ্রি লাইন অপশন এ ক্লিক করতে হবে।


এখন একটা ডায়লগ বক্স দেখতে পারবেন। সেটিং এন্ড প্রাইভেসিতে যান। দেখতে পাবেন উপরের কয়েকটার পরেই ব্যালেন্স নামের একটা অপশন রয়েছে। এবার ব্যালেন্সে ক্লিক করে দিন।


এখানে দেখতে পাবেন আপনি কত পয়েন্ট রিচার্জ করেছেন সেই ব্যালেন্স এবং কত কয়েন গিফট পেয়েছেন সেই ব্যালেন্স।


ছোট ছোট টিকটক আইডি প্রমোশন করে ইনকাম



আপনার tiktok একাউন্ট যখন অনেক বড় হয়ে যাবে অর্থাৎ আপনার লক্ষ লক্ষ মিলন মিলন সাবস্ক্রাইবার/ফলোয়ার থাকবে, তখন আপনি ছোট ছোট আইডিকে প্রোমোশন করিয়ে ইনকাম করতে পারবেন।


অনেক ছোট ছোট একাউন্ট যাদের তারা অনেকেই বড় বড় অ্যাকাউন্ট আছে যাদের তাদের কাছে নিজের একাউন্ট প্রমোশন করার জন্য বলে।


তার বিনিময়ে সে টাকা দিতে রাজি থাকে। আপনার যদি অনেক ফলোয়ার থাকে তাহলে আপনি তার কাছ থেকে টাকা নিয়ে তার অ্যাকাউন্ট প্রমোশন করে দিতে পারেন।


নিজস্ব প্রোডাক্ট বিক্রি করে ইনকাম



আপনি চাইলে আপনার নিজস্ব প্রোডাক্ট এর রিভিউ দেওয়ার মাধ্যমে আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারেন।আপনার প্রোডাক্ট এর গুণগত মানসম্পন্ন কিনা সে বিষয়ে বলুন এবং আপনার ইনকাম বৃদ্ধি করুন।


টিকটকে অনেক ফলোয়ার থাকার কারণে এখানে আপনি খুব সহজেই আপনার প্রোডাক্টের প্রমোশন করতে পারবেন।





আপনার টিকটক একাউন্ট যদি ছোট হয় অর্থাৎ ফলোয়ার কম থাকে তাহলে আপনার প্রোডাক্ট আপনি অন্যদের দিয়েও প্রমোশন করিয়ে নিতে পারেন এতে আপনার সেল অনেক বৃদ্ধি পাবে।


অন্যের পণ্য কমিশনের মাধ্যমে সেল করে ইনকাম



আপনার যদি নিজস্ব পণ্য না থাকে তাহলে আপনি অন্য কারো পণ্য আপনার টিকটক একাউন্ট এর মাধ্যমে প্রমোশন করে সেখান থেকে কমিশন এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।আজকাল অনেকেই প্রোডাক্ট প্রতি কমিশন দিয়ে তাদের পণ্য সেল করে থাকেন। আপনি চাইলে তাদের পণ্য প্রমোশন করে কমিশন এর মাধ্যমে ইনকাম করতে পারেন।


এছাড়াও আপনি আরো অনেকভাবে টিক টককে ব্যবহার করে ইনকাম করতে পারবেন। এমনও অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি আপনার টিকটক একাউন্টে কানেক্ট করে লাইক কমেন্ট ফলো দিয়ে ইনকাম করতে পারবেন।


আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে টিকটক একাউন্ট থেকে ইনকাম করতে হয়। পোস্টটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোন কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমি যথাসাধ্য প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ্।


পোস্টটি সম্পন্ন করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post