Instagram কি? Instagram ব্যবহার করব কিভাবে?


ইনস্টাগ্রাম হল সোশ্যাল মিডিয়ার আরেকটি বড় প্ল্যাটফর্ম। instagram এর মাধ্যমে photo এবং video শেয়ারিং করতে পারবেন।

instagram ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে একটা একাউন্ট তৈরি করতে হবে তারপরেই আপনি সেখানে আপনার ভিডিও এবং ফটো আপলোড করতে পারবেন।

প্রোপারলি ইন্সটাগ্রাম একাউন্ট তৈরি করে কিভাবে আপনি লাভবান হতে পারেন তা পুরোপুরিভাবে জানতে আমাদের পোস্টে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ুন।

আশা করি এখান থেকে আপনারা অনেক ভালো কিছু এবং গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন।





Properly instagram একাউন্ট তৈরি 


instagram একাউন্ট তৈরি করতে প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে instagram লিখে সার্চ করতে হবে। দেখতে পাবেন প্রথমেই ইনস্টাগ্রাম সফটওয়্যারটি শো করতেছে এবার এটাকে ডাউনলোড করে Open করে নিন।

আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে লগইন করতে পারেন, এক্ষেত্রে আপনার ইনস্টাগ্রাম একাউন্টে আপনার ফেসবুকের সকল তথ্য ব্যবহার করে অটোমেটিক্যালি একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এছাড়াও আপনি ইমেইল অথবা ফোন নাম্বারের মাধ্যমে একটি একাউন্ট তৈরি করতে পারেন।

ইমেইল ব্যবহার করে ইনস্টাগ্রাম একাউন্ট তৈরি


(Sign up with email or phone number) এই অপশনটিতে ক্লিক করুন। এখানে আপনি দুটি অপশন পাবেন ফোন এবং ইমেইল।



ইমেইলে ক্লিক করুন এবং আপনার একটি ইমেইল একাউন্ট দিয়ে Next এ ক্লিক করুন। আপনার ইমেইলে একটি কনফারমেশন কোড যাবে সেই কোডটি এবার খালি ঘরে দিয়ে Next অপশনে ক্লিক করুন।




এবার আপনার একাউন্টের নাম এবং পাসওয়ার্ড দেওয়ার পালা। দুটি খালিঘর দেখতে পাবেন। প্রথমটাতে আপনি আপনার পুরো নাম দিন এবং দ্বিতীয় টাতে একটি পাসওয়ার্ড দিয়ে দিন।

কন্টিনিউ করার আগে একটা বিষয় খেয়াল করুন। আপনি যদি আপনার ফোনে সেভ করা কন্টাক্ট নাম্বার Sync করতে চান তাহলে (Continue and sync contacts) এ ক্লিক করুন আর যদি না চান তাহলে নিচের (Continue without syncing contacts) অপশনটিতে ক্লিক করুন।


এখন আপনি আপনার জন্ম তারিখ দিয়ে নেক্সট এ ক্লিক করে দিন। এবার ইউজারনেমের পালা আপনি চাইলে এখন ইউজার নেম চেঞ্জ করতে পারেন অথবা পরে ওই জন্য চেঞ্জ করতে পারবেন।


আমরা ইউজার নেমটি পরে চেঞ্জ করবো। এখন (Sign up) অপশনটিতে ক্লিক করে দিন।


দেখবেন আপনার instagram একাউন্টটি রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাবেন প্রোফাইল পিকচার দেওয়ার একটি অপশন এসেছে আপনি চাইলে এখন প্রোফাইল পিকচার দিতে পারেন অথবা skip  করে যেতে পারেন।




এবার দেখতে পাবেন (Discover people) লেখার পাশেই একটি তীর আইকন। নিচের প্রোফাইল গুলোতে আপনি যদি ফলো দেন তাহলে ওদের পোস্ট আপনি দেখতে পারবেন আর যদি ফলো না দেন তাহলে তীর আইকন এ ক্লিক করে দিন।


দেখতে পারবেন আপনার instagram একাউন্ট তৈরি করা হয়ে গেছে।


instagram প্রোফাইল সেটআপ



প্রোফাইলের আইকনে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলটি পুরোপুরিভাবে সেটআপ করতে পারেন।


প্রোফাইল আইকনে ক্লিক করে এডিট প্রোফাইলে ক্লিক করুন। দেখতে পাবেন এখানে প্রোফাইল পিকচার চেঞ্জ করার অপশন আছে নেম চেঞ্জ করার অপশন আছে ইউজারনেম চেঞ্জ করার অপশন আছে ওয়েবসাইট এবং বায়ো দেয়ার মত অপশন আছে। সবগুলো ফিলাপ করুন। এবং উপরের টিক চিহ্নতে ক্লিক করে দিন।

প্রফেশনাল একাউন্ট তৈরি


আপনি চাইলে আপনার একাউন্ট কে প্রফেশনাল একাউন্টে পরিণত করতে পারেন।নিচে দেখতে পারবেন (Switch to professional account) নামের একটা অপশন আছে। এবার সেখানে ক্লিক করে দিন।


এখন কন্টিনিউ এ ৪ বার ক্লিক করুন। দেখতে পারবেন আপনি যে বিষয়ে প্রফেশনাল একাউন্ট তৈরি করতে চান সেরকম অনেক বিষয় নিচে পরপর সাজানো আছে। এবার আপনি আপনার প্রফেশন অনুযায়ী একটা সিলেট করে ডান করে দিন।


এবার আপনি যদি ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ক্রিকেটার সিলেকশন করুন আর যদি বিজনেস করেন তাহলে বিজনেসে সিলেক্ট করুন।


এখন আপনি আপনার পাঁচটি স্টেপ ফিলাপ করে নিন। অথবা উপরের ক্রস অপশন এ ক্লিক করে দিন।


আপনি এখন আপনার প্রফেশনাল একাউন্টে সবকিছু দেখতে পারবেন কত লাইক হয়েছে কত ইম্প্রেশন হয়েছে ইত্যাদি।


আমাদের পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।


আপনাদের যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ্।


Post a Comment

Previous Post Next Post