ফেসবুক থেকে টাকা ইনকাম করুন (How to earn in facebook)
Facebook হল একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। আপনি চাইলে এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। অনেকেই জানে না যে ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়। বর্তমান সময়ে টাকা ইনকাম করার একটি জনপ্রিয় মাধ্যম হল ফেসবুক, ফেসবুক থেকে অনেকেই অনেক ভাবে টাকা ইনকাম করছে, আবার অনেকেই কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হয় তা ভালোভাবে না জেনে বুঝেই ইনকাম করার চেষ্টা করে ব্যর্থ হয়।
তাই সবার উচিত কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হয় তা ভালোভাবে জেনে নেওয়া। ভালোভাবে না জেনে বুঝে ফেসবুক থেকে ইনকাম করতে চাওয়া টা বোকামি ছাড়া আর কিছুই না, শুধু শুধু সময় নষ্ট করা । তাই আমি বলব আগে ভালোভাবে জেনে বুঝে সিদ্ধান্ত নিন যে আপনি Facebook থেকে কিভাবে টাকা Income করবেন।
Facebook থেকে অনেক ভাবে টাকা ইনকাম করা যায় নিচে আমি কয়েকটি মাধ্যম বলে দিচ্ছি যে আপনি কিভাবে বা কোন কোন উপায় এ ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন।
ফেসবুক পেজ (Facebook Page)
আপনি চাইলে Facebook Page তৈরি করে টাকা Income করতে পারবেন।
ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে।
প্রথমে একটি পেজ তৈরি করবেন, পেজ তৈরি করা হয়ে গেলে, আপনি একটি লোগো আপলোড দিবেন তারপর একটি ব্যাকগ্রাউন্ড আপলোড দিবেন।এখন আপনার কাজ বাকি থাকলো ইউজার নেম সেট করা, আপনি অবশ্যই ইউজারনেম সেট করার আগে ভালোভাবে কিওয়ার্ড রিচার্জ করে নেবেন।
মনে রাখবেন User Name নেমটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনার পেজটি সহজে খুঁজে পাওয়ার জন্য ইউজার নেমটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে।
Facebook Page তৈরি করলেন লোগো আপলোড দিলেন ব্যাকগ্রাউন্ড আপলোড দিলেন এবং ইউজার নেম টি ও আপডেট করলেন, মূল বিষয় হলো এখন, আপনি আপনার অডিয়েন্স কোথায় পাবেন, এবং আপনার অডিয়েন্স আপনার পেজে কেন ভিজিট করবে?
আপনার অডিয়েন্স আপনার পেজে ভিজিট করার জন্য আপনাকে প্রত্যেকদিন পোস্ট করতে হবে। আপনি আপনার নিজস্ব কনটেন্ট পোস্ট করতে পারেন অথবা আপনার নিজস্ব ভিডিও আপলোড করতে পারেন। যে কনটেন্ট গুলা দেখে ভিজিটার উপকৃত হয় অথবা আনন্দিত হয় এরকম কন্টেন্ট আপলোড করতে থাকুন।
আপনি অবশ্যই নিয়মিত পোস্ট করতে থাকবেন কেননা নিয়মিত পোস্ট না করলে আপনি আপনার ভিজিটরদের হারাবেন কারণ প্রত্যেক ভিজিটরি চায় নতুন নতুন পোস্ট পড়তে অথবা নতুন নতুন ভিডিও দেখতে। আপনি একদিন পোস্ট করলেন এক মাস কোন খবর নাই আবার একটা পোস্ট করলেন তাহলে কিন্তু আপনার ভিজিটর গুলা হারিয়ে যাবে তারা আর আপনার পেজে ভিজিট করবে না।
আর পেজ থেকে Income করার মাধ্যম হলো ভিজিটর, ভিজিটর না থাকলে আপনি পেজ থেকে কোনভাবে ইনকাম করতে পারবেন না। ফেসবুক পেজ থেকে ইনকামের জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হবে আপনাকে যেমন:
পেজ তৈরি করার দিন হতে আগামী ৬০ দিনের মধ্যে ৩০ হাজার এর বেশি ফলোয়ার ও ৩০ হাজারের উপরে ভিউজ লাগবে।
তাহলে আপনি আপনার পেজটিকে মনিটাইজেশন করতে পারবেন এবং আপনার Income শুরু হয়ে যাবে। এছাড়াও আপনি আপনার পেজটিকে সেল করেও Income করতে পারেন। এক লক্ষ ফলোয়ারের একটি পেজের দাম কোন কোন ক্ষেত্রে এক লক্ষ টাকা হয়ে থাকে অনেক বড় বড় কোম্পানি তাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য পেজগুলা কিনে থাকে।
facebook গ্রুপ থেকে ইনকাম:
অনেকেই অনেক ভাবে ফেসবুক গ্রুপ থেকে ইনকাম করছে আপনিও চাইলে ফেসবুক গ্রুপ থেকে ইনকাম করতে পারবেন। ঘর থেকে ইনকাম করতে চাইলে গ্রুপের মেম্বার অনেক বেশি বানাতে হবে। যে গ্রুপের মেম্বার যত বেশি সেই গ্রুপ থেকে ইনকাম ও তত বেশি হয়। অনেকে তাদের নিজস্ব পোষ্টের জন্য লাইক কমেন্ট কিনে থাকে আর একটি বড় গ্রুপের জন্য লাইক কমেন্ট কোন বিষয় না মুহূর্তের মধ্যেই অনেক লাইক কমেন্ট হয়ে যায়।
প্রোডাক্ট সেল করে Income:
নিজস্ব প্রোডাক্ট অথবা সার্ভিস আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে সেল করতে পারবেন। প্রোডাক্ট সার্ভিস বিক্রি করার জন্য আপনি আপনার পেজ অথবা গ্রুপকে কাজে লাগাতে পারেন। পেজ অথবা গ্রুপকে কাজে লাগিয়ে আপনি আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসটিকে খুব ভালোভাবেই এবং প্রতিনিয়ত সেল করতে পারবেন।
Facebook a অনেক ইউজার আছে আর এই বর্তমান সময়ে অনেকেই অনলাইন থেকে কেনাকাটা করতে আগ্রহী। আপনার প্রোডাক্টের ছবি এবং ছোট্ট একটি কন্টেন্ট আপলোড করেও আপনার প্রোডাক্টের সেল বাড়াতে পারেন।
এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম:
আপনি চাইলে ফেসবুকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। আপনি আপনার অ্যাফিলিয়েট লিংক বিভিন্ন গ্রুপে অথবা পেজের পোস্টের কমেন্টে শেয়ার করে সেখান থেকে সেল জেনারেট করতে পারেন।
পেইড প্রমোশনের মাধ্যমে ইনকাম:
আপনার পণ্যের জন্য ফ্রিতে যদি কোন কাস্টমার না পান অথবা কোন নির্দিষ্ট স্থানের জন্য আপনি যদি আপনার পণ্যকে সেল করেন তাহলে ফেসবুক এড প্রমোশনের মাধ্যমে অর্থাৎ টাকা দিয়ে পেইড ক্যাম্পেইন রান করে আপনি আপনার কাঙ্খিত কাস্টমার পেতে পারেন এবং অপেক্ষাকৃত বেশি অর্থ উপার্জন করতে পারবেন।
bje360 এর পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য ।
আশা করি উপরোক্ত পোস্টটি পড়ে আপনি অনেকটা উপকৃত হবেন। নিচে আপনি আরো কি সম্পর্কে জানতে চাচ্ছেন তা কমেন্টে জানাবেন আমি যতদূর সম্ভব উত্তর দেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ্।
Post a Comment