ইউটিউব এর এ টু জেড
ইনকামের টাকা কিভাবে আপনি আপনার ব্যাংকে নিবেন সেই প্রসেসটি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে বলব তার জন্য অবশ্যই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন।
ইউটিউব চ্যানেল তৈরি।
আশা করি এই পোষ্টের মাধ্যমে আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ্।
ইউটিউব চ্যানেল তৈরি করার প্রসেস
প্রথমে আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করবেন, এরপর একটি ট্যাব ওপেন করে সেখানে youtube লিখে enter করবেন। দেখতে পারবেন প্রথমেই youtube.com এর একটা ওয়েব পেজ গুগলে শো করতেছে।
এইবার youtube.com এর উপরে একটা ক্লিক করে দিন, দেখতে পাবেন youtube আপনার ব্রাউজারে ওপেন হয়ে গেছে তারপর, উপরের ডান পাশে দেখতে পাবেন (sign in) নামের একটা অপশন আছে।সাইন ইন অপশনে ক্লিক করুন।
আগে বলে রাখি ইউটিউব চ্যানেল খুলতে হলে অবশ্যই একটি জিমেইল একাউন্ট লাগবে।
এবার আপনি আপনার জিমেইল একাউন্ট দিয়ে সাইন ইন করে নিন।
Sign in করা হয়ে গেলে এবার দেখতে পারবেন ইউটিউব টি ওপেন হয়ে গেছে এবং ডান পাশের উপরের কর্নারে দেখতে পারবেন আপনার জিমেইলের একটা প্রোফাইলের আইকনের মতো দেখা যাচ্ছে।
আপনি ভাবছেন আপনার youtube চ্যানেল তৈরি হয়ে গেছে কিন্তু না এখন ও আপনার ইউটিউব চ্যানেল তৈরি হয়নি এখন আপনি ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য উপরের ডান পাশের কর্নারে জিমেইলের আইকনটিতে ক্লিক করুন।
আইকনটিতে ক্লিক করার পরে দেখতে পাবেন নিচে অনেকগুলি অপশন দেখা যাচ্ছে। এবার আপনি ওই অপশন গুলি থেকে প্রথমেই দেখতে পাবেন (create a channel ) নামের একটি অপশন।
এবার আপনি (create a channel) অপশনটিতে ক্লিক করুন, দেখতে পাবেন নতুন একটি ইন্টারফেস।
এবার প্রথমে আপনি দেখতে পাবেন আপলোড পিকচার, আমরা পিকচারটি পরে চেঞ্জ করবো প্রথমে তার পরের অপশনে যাব এইখানে আমরা আমাদের চ্যানেলের একটা নাম দিয়ে দেব। then, (Create channel) এ ক্লিক করে দিব।
দেখবেন আমাদের চ্যানেলটি তৈরি করা হয়ে গেছে। এবার আপনি আপনার ভিডিও আপলোড করা শুরু করে দিন।
ভিডিও কিভাবে আপলোড করবেন?
ভিডিও আপলোড করার জন্য, উপরের ডান পাশের কর্নারে আপনার মেইলের আইকনটির বাম দিকে দেখবেন একটা নোটিফিকেশনের আইকন আছে এবং তার পাশে ভিডিও ক্যামেরার ভিতরে একটা প্লাস চিহ্ন দেওয়া একটা আইকন আছে।
এবার ওই আইকনটিতে ক্লিক করুন। দেখবেন দুটি অপশন চালু হয়ে গেছে একটি Upload video আরেকটি go live।
আপনি যদি পূর্বের তৈরি করা ভিডিও আপলোড দিতে চান তাহলে আপলোড ভিডিওতে ক্লিক করুন আর যদি লাইভ ভিডিও দেখাতে চান আপনার অডিয়েন্সদের তাহলে গো লাইফ অপশনে ক্লিক করুন।
আমরা ধরে নিচ্ছি আপনি ভিডিও আপলোড করবেন তাহলে আপলোড ভিডিওতে ক্লিক করুন। দেখবেন (Welcome to youtube studio) লেখা থাকবে এর নিচে (Continue) অপশনটিতে ক্লিক করুন।
এবার (Select Files) এ ক্লিক করুন। এখন আপনি আপনার ভিডিওটি সিলেক্ট করে ওপেন অপশনে ক্লিক করে দিন।
দেখবেন আপনার ভিডিওটি আপলোড হওয়া শুরু হয়েছে। লোড হয়ে গেলে আপনি আপনার ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, থামনেল, প্লেলিস্ট, এবং আরেকটি গুরুত্বপূর্ণ অপশন আপনি যে ভিডিওটি তৈরি করেছেন সেটি বাচ্চাদের জন্য না সবার জন্য সেটা সিলেক্ট করে দিবেন।
যদি বাচ্চাদের জন্য হয় তাহলে (yes, it's made for kids) অপশনে ক্লিক করুন। আর যদি সবার জন্য ভিডিওটি বানিয়ে থাকেন তাহলে (No, it's not made for kids) অপশনে ক্লিক করে দিন।
এখন Next অপশনে ক্লিক করে দিন। এরপর আবার নেক্সট, তারপরে Public এ ক্লিক করে Publish এ ক্লিক করে দিন। দেখবেন আপনার ভিডিওটি পুরোপুরি ভাবে আপলোড করা হয়ে গেছে।
আপনারা সবাই জানেন যে টাকা ইনকাম করা অত সহজ না। টাকা ইনকাম করতে হলে অনেক পরিশ্রম করতে হয়।
এখন আপনি আপনার শ্রম মেধা দিয়ে এবং সময় দিয়ে ভিডিও তৈরি করতে থাকুন এবং প্রতি একদিন অন্তর অন্তর অথবা সাত দিনে একটা অথবা মাসে একটা এভাবে রেগুলারে মেইনটেইন করে ভিডিও আপলোড করতে থাকুন।
প্রোডাক্ট সেল করে ইনকাম
আপনি চাইলে ইউটিউবে আপনি আপনার প্রোডাক্ট এর ভিডিও দিয়ে সেটিকে সেল করতে পারেন।
এফিলিয়েট মার্কেটিং অন ইউটিউব
আপনি বিভিন্ন মার্কেটপ্লেস যেমন অ্যামাজন দারাজ আলি এক্সপ্রেস এরকম আরো অনেক অ্যাফিলিয়েট মার্কেটপ্লেস আছে যেখান থেকে আপনি আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্ট লিংক নিয়ে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে সেটিকে সেল করতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত আর্নিং করতে পারেন।
স্পন্সার শিপ থেকে ইনকাম
আস্তে আস্তে আপনার চ্যানেলটি যখন অনেক বড় হয়ে যাবে তখন দেখবেন অনেক কোম্পানি তাদের প্রোডাক্ট সেল করার জন্য বা তাদের কোম্পানির প্রমোশনের জন্য আপনার সাথে কন্টাক করছে স্পন্সার সেপ দিয়ে আপনাকে তাদের কোম্পানির প্রমোশন করাতে চাইবে। আপনি তাদের থেকে একটা এমাউন্ট নিয়ে তাদের কোম্পানিকে প্রমোশন করিয়ে ইনকাম করতে পারবেন।
গুরুত্বপূর্ণ বিষয়
একটা বিষয় সবসময় মাথায় রাখবেন আপনার ভিডিওটির লিংক কখনো কাউকে শেয়ার করবেন না বা বলবেন না যে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।
বর্তমান ইউটিউব এ আপনি যদি কাউকে বলে সাবস্ক্রাইব করান তো একসময় দেখবেন যে ইউটিউব ওই সাবস্ক্রিবশনটি তুলে নিয়েছে। ইউটিউব ওই ধরনের সাবস্ক্রিপশন কে স্প্যাম হিসেবে ধরে নেয়।
আপনি নিয়মমাফিক ভাবে ভিডিও আপলোড করতে থাকুন দেখবেন এমনিতেই আপনার সাবস্ক্রিপশন এবং ভিউ বাড়তে থাকবে।
যখন, আপনার চ্যানেলটি ১০০০ এর উপরে সাবস্ক্রাইবার ও ৪০০০ ঘন্টার উপরে ভিউ হবে তখন আপনি আপনার চ্যানেলটি গুগল এডসেন্সের মাধ্যমে মনিটাইজ করে টাকা ইনকাম করা শুরু করবেন।
আপনার যদি আরো কোন কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ্।
পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সৎ ও দীর্ঘায়ু কামনা করছি।
Post a Comment