টুইটার থেকে ইনকাম করতে যে যে পদ্ধতি ব্যবহার করবেন।

আজকে আর্টিকেলের মাধ্যমে আমরা জানব কিভাবে টুইটার ব্যবহার করে ইনকাম করতে হয়। এ সম্পর্কে বিস্তারিত জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

বাংলাদেশে টুইটারে তেমন জনপ্রিয়তা না থাকলেও, বাইরের অন্যান্য দেশ গুলিতে টুইটারে অনেক জনপ্রিয়তা রয়েছে। বর্তমান প্রতিদিন সর্বনিম্ন ১২৬ মিলিয়নের চেয়েও বেশি মানুষ টুইটার ব্যবহার করে। এই টুইটার কে ব্যবহার করে অনেক মানুষ তার জীবিকা নির্বাহ করছে। 




টুইটার সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোর মধ্যে অন্যতম একটি platform । আপনার যদি টুইটার একাউন্ট থাকে এবং তাতে অনেক পরিমাণ ফলোয়ার থাকে তাহলে আপনি খুব সহজেই টুইটার থেকে ইনকাম করতে পারবেন। 

আপনারা যারা নতুন আছেন তারা হয়তো ভাবছেন যে একাউন্টে ফলোয়ার বাড়াবেন কিভাবে। ফলোয়ার বাড়ানোর জন্য প্রথমে আপনার প্রোফাইলটিকে খুব সুন্দর ভাবে সাজাতে হবে। অন্যান্য টুইটার ইউজাররা যেন আপনার প্রোফাইলটিকে দেখে মনে করে যে হ্যাঁ এর মধ্যে কিছু একটা আছে। 

প্রোফাইল পিকচার আপলোড


প্রোফাইল পিকচার খুবই গুরুত্বপূর্ণ , স্মার্ট দেখা যায় অথবা আপনার যদি কোম্পানি থাকে তাহলে সেই কোম্পানির লোগো প্রোফাইল পিকচারে দিতে পারবেন। 

হেডার ইমেজ ব্যবহার করুন


 অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো টুইটারেও হেডার ইমেজ ব্যবহার করার অপশন আছে। আপনি অবশ্যই হেডার ইমেজ ব্যবহার করবেন এবং দু এক মাস পর পর সেটা চেঞ্জ করবেন।

বায়ো লেখা


অন্যান্য প্ল্যাটফর্ম এর মত টুইটারেও বায়ো লেখা যায়। আপনাকে ১৬০ টি অক্ষরের মধ্যে সুন্দর ভাবে একটি বায়ো লিখতে হবে।

(#)হ্যাশট্যাগ ইউজ


আপনার বায়োর নিচে অবশ্যই চার থেকে পাঁচটা (#) হ্যাশ ট্যাগ ব্যবহার করবেন। আর খেয়াল রাখবেন হ্যাশ ট্যাগগুলো যেন clickable হয়।

আপনি যদি নিয়মিত ভাবে যত্ন সহকারে ইনকামের উদ্দেশ্যে টুইটারে সময় দেন , তাহলে আমি বলব টুইটার থেকে আপনি ছয় মাসের মধ্যেই ইনকাম শুরু করতে পারবেন।

টুইটার থেকে অনেকভাবেই টাকা উপার্জন করা যায় যেমন

* ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করে ইনকাম
*সিপিএ মার্কেটিং করে ইনকাম
*এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম
*স্পন্সর শিপ থেকে ইনকাম
*নিজস্ব পণ্য বিক্রি করে ইনকাম
*মনিটাইজেশন অন করে ইনকাম
*প্রতি টুইটে ইনকাম
*গ্রাহক সার্ভিস দিয়ে ইনকাম 
*টুইটারে অ্যাড দিয়ে ইনকাম
*Giveaway এর মাধ্যমে ইনকাম
*ফ্রিল্যান্সিং করে ইনকাম
*টুইটারে অ্যাড লাগিয়ে ইনকাম








ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করে ইনকাম


আপনার যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে খুব সহজেই আপনি আপনার ওয়েবসাইটে টুইটারের মাধ্যমে ট্রাফিক জেনারেট করতে পারবেন। টুইটারে একটি ফিচার আছে ওয়েবসাইট সেখানে আপনি আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে সেভ করে নিন।

আপনার যতগুলো ভিজিটর আছে আপনার প্রোফাইল ভিজিট করতে এসে দেখবে আপনার প্রোফাইলে একটা ওয়েবসাইট আছে তাহলে খুব সহজেই অনায়াসে মানুষ আপনার ওয়েবসাইট ভিজিট করবে।

প্রোফাইলটি অবশ্যই খুব সুন্দর ভাবে সাজাবেন তাতে মানুষ আকৃষ্ট হয়ে আপনার ওয়েবসাইট ভিজিট করবে।

CPA মার্কেটিং করে ইনকাম


সিপিএ মার্কেটিং করার জন্য অনেকে টুইটার ব্যবহার করে। আপনি চাইলে আপনার সিপিএ অফার আপনি নিজেই টুইটারের মাধ্যমে প্রমোট করতে পারেন। 

CPA এর বেশিরভাগ অফার US,UK, AUS, Germany এবং Italy এর হয়ে থাকে। এইসব কান্ট্রির লোকজন টুইটার বেশি ব্যবহার করে থাকে। বাংলাদেশের মানুষ যেমন ফেসবুক বেশি ব্যবহার করে ঠিক তেমনি ওইসব কান্ট্রির লোক টুইটার বেশি ব্যবহার করে।

তাই আপনি আপনার সিপি অফার খুব সহজেই টুইটারের মাধ্যমে প্রমোট করতে পারবেন। মাস শেষে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন আশা করি।

এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম


বর্তমানে প্রায় সব ধরনের পণ্য অনলাইনে বিক্রি হয়। আপনার যদি নিজস্ব কোন পণ্য না থাকে, তাহলে আপনি অন্যের product অনলাইনে বিক্রি করতে পারবেন। 

আপনি আপনার লিংকে টুইটারে বিভিন্নভাবে কমেন্টে পোস্টে শেয়ার করতে পারবেন, এবং এর থেকে ভালো পরিমাণ টাকা কমিশন পাবেন।

স্পন্সর শিপ থেকে ইনকাম

দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানি তাদের ব্রান্ড প্রমোশনের জন্য স্পন্সার শিপ দিয়ে থাকেন। আপনার যদি ভালো পরিমাণের ফলোয়ার থাকে তাহলে দেখবেন, অনেক কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে তাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য।

bje360.blogspot.com



তখন আপনি তাদের প্রোডাক্ট অথবা ব্র্যান্ড একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে পোস্ট করবেন। এভাবে আপনি মোটামুটি বেশ ভালো করে মানে ইনকাম করতে পারবেন।

নিজস্ব পণ্য বিক্রি করে ইনকাম


নিজস্ব পণ্য অথবা সার্ভিস আপনি অনায়াসে ই টুইটারে সেল করতে পারবেন। টুইটার ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি এবং বড় বড় সেলিব্রেটিরা টুইটার ব্যবহার করে থাকেন।

COVID-19 আসার পরে মানুষ অনলাইনে কেনাকাটার উপরে জোর দিয়েছে। নৃত্য প্রয়োজনীয় জিনিস অনলাইনে বিক্রি হয়। আপনার যদি কোন পণ্য থাকে তাহলে আপনি খুব সহজেই টুইটার কে ব্যবহার করে বিক্রি করতে পারবেন। এবং সেখান থেকে ইনকাম হাতে নিয়ে আসতে পারবেন।

মনিটাইজেশন অন করে ইনকাম


আপনি চাইলে ফেসবুক ও ইউটিউবের মতো টুইটার থেকেও মনিটাইজেশন অন করে ইনকাম করতে পারবেন।

প্রোফাইল আইকনে ক্লিক করে দেখতে পাবেন Moments এর নিচে Monetization নামের একটা অপশন আছে। সেখান থেকে Monetization অন করে ইনকাম করতে পারবেন।

প্রতি টুইটে ইনকাম

আপনার যদি অনেক পরিমাণে ফলোয়ার্স থাকে তাহলে প্রতি টুইটে আপনি ইনকাম করতে পারবেন। আপনারা জানেন রোলানদো মেসি নেইমার এ দের এক একটা টুইট কত বেশি দামে বিক্রি হয়।

টুইটারে আপনি অন্যের প্রমোশনের প্রতি টুইটে একটা নির্দিষ্ট হারে টাকা নিতে পারবেন। এভাবে আপনি দুইটা থেকে ইনকাম করতে পারবেন খুব সহজেই।

গ্রাহক সার্ভিস দিয়ে ইনকাম


আপনার যদি কোন কোম্পানি থাকে তাহলে সে কোম্পানির গ্রাহক সার্ভিস যেমন গ্রাহকের বিভিন্ন প্রশ্নের উত্তর আপনি টুইটারের মাধ্যমে দিতে পারবেন ।এভাবে আপনি আপনার পণ্যের মান সম্পর্কে গ্রাহকদের বোঝাতে পারবেন। তাতে আপনার পণ্যের চাহিদা দিন দিন বাড়তে থাকবে। এবং আপনার ইনকামও বৃদ্ধি পেতে থাকবে।

টুইটারে অ্যাড দিয়ে ইনকাম


সোশ্যাল মিডিয়ার ইনকামের বড় মাধ্যম হলো এই অ্যাড। বড় বড় মার্কেটারা তাদের পণ্যের sell বৃদ্ধির জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে টাকার মাধ্যমে এড দিয়ে থাকে। আপনি চাইলে আপনার পন্যের বিজ্ঞাপন দিয়ে অথবা এফিলিয়েট লিংক সিপিএ অফার টাকার বিনিময়ে টুইটারে অ্যাড দিয়ে ইনকাম করতে পারবেন।

এফিলিয়েট লিংক সিপিএ অফার এগুলো বিভিন্ন দেশের জন্য হয়ে থাকে। আপনি একটি নির্দিষ্ট এলাকা তে আপনার এড শো করাতে পারবেন। মনে করেন আপনার একটা সিপিএর অফার আছে এবং সেই অফারটি হল ইউ এস এর জন্য প্রযোজ্য তাহলে আপনি খুব সহজেই টুইটারে US based এড চালু করতে পারবেন। এবং ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন।

Giveaway এর মাধ্যমে ইনকাম

ফ্রিতে পাওয়ার ইচ্ছা কার না আছে। সবাই চায় ফ্রিতে কিছু পাক। ফ্রিতে পাওয়ার জন্য কোন কষ্ট করতে হয় না।

আপনি চাইলে আপনার ওয়েবসাইটে এরকম giveaway অফার দিয়ে সেই লিংক টুইটারের মাধ্যমে প্রমোট করে প্রচুর পরিমাণে ট্রাফিক ওয়েবসাইটে দিতে পারবেন এবং সেইখান থেকে অনেক পরিমাণে ইনকাম করতে পারবেন।

সিপিএর প্রায় সব অফারই giveaway এর হয়ে থাকে। Giveaway এর মাধ্যমে অনেকে প্রচুর পরিমাণ ট্রাফিক/ভিজিটর ওয়েব সাইটে নিয়ে এডসেন্সের মাধ্যমে ইনকাম করছে।

ফ্রিল্যান্সিং করে ইনকাম


আপনি যদি টুইটারে তখন তাহলে অন্যের টুইটার একাউন্ট চালিয়ে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। বড় বড় কোম্পানি এবং সেলিব্রেটিদের অনেকগুলো করে টুইটার একাউন্ট থাকে তাদের কোম্পানির প্রমোশনের জন্য

 আর এতগুলো একাউন্ট একা চালানো সম্ভব হয় না তাই ফ্রিল্যান্সার হায়ার করে তারা। আপনি চাইলে তাদের কোম্পানির হয়ে তাদের দুইটার একাউন্ট ম্যানেজ করতে পারেন। এর থেকে আপনি বেশ ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন আশা করি।

টুইটারে অ্যাড লাগিয়ে ইনকাম


বেশ কিছু কোম্পানি রয়েছে যারা টুইটারে অটোমেটিক্যালি অ্যাট প্রোভাইড করে থাকে যেমন,
Mylikes
Ad.ly
RevTwT
Twitted
Etc
আপনি চাইলে উপরের সাইট গুলো থেকে ইনকাম করতে পারবেন টুইটার কে ব্যবহার করে।

আশা করি আপনাদের আর্টিকেলটি পড়ে অনেক উপকার হয়েছে। আরো কিছু জানতে চাইলে কমেন্টে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ্।

Post a Comment

Previous Post Next Post