স্যামসাং গ্যালাক্সি Samsung galaxy A52s 5G
বন্ধুরা আজকে আপনাদের সামনে আমরা স্যামসাং গ্যালাক্সি samsung galaxy A52s 5G নিয়ে আলোচনা করব। ফোনটি দেখতে কেমন এর সফটওয়্যার কোনটি ইউজ করা হয়েছে এবং হার্ডওয়ার কোনগুলো ইউজ করা হয়েছে এবং এর পারফরম্যান্স কেমন হবে সে বিষয়ে পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো।
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি
স্যামসাং গ্যালাক্সি samsung galaxy A52s 5G দেখতে খুব সুন্দর। ফোনটির পিছনে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। ফোনটি দেখতে একদম samsung galaxy a52 এর মতই। ক্যামেরা পজিশন A৫২ এর মতই।
ফোনটির পিছনে বাম সাইডের উপরের দিকেই থাকছে চারটি ক্যামেরা ও ফ্লাশ লাইট এবং নিচের দিকে থাকছে স্যামসাং ব্র্যান্ডিং। ক্যামেরার পজিশনটা এতটা সুন্দর করেছে যে বলার মত না ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে।
ফোনটির থিকনেস 8.4 mm এবং ওজন ১৮৯ গ্রাম। তারমানে ফোনটিকে আমরা স্লিম বলতে পারি ঠিক স্লিম না লাইট বলা যেতে পারে।
ডিসপ্লে(Display)
স্যামসাং গ্যালাক্সি samsung galaxy A52s 5G ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চি সুপার অ্যামুলেট(AMOLED) 1080×2400 FHD+ ডিসপ্লে। আমরা সবাই জানে samsung এর ডিসপ্লে দেখতে অনেক সুন্দর হয় কেননা এতে ব্যবহার করা হয়েছে 16M রঙের গভীরতা।
প্রসেসর(processor)
স্যামসাং গ্যালাক্সি samsung galaxy A52s 5G ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 এর 2.4GHz অক্টা-কোর প্রসেসর।
ক্যামেরা সেকশন(Camera)
স্যামসাং গ্যালাক্সি samsung galaxy A52s 5G ফোনটিতে থাকছে পিছনে চারটি ক্যামেরা এবং সামনে একটি ক্যামেরা।
পিছনের চারটি ক্যামেরার মধ্যে একটি ৬৪ মেগাপিক্সেল একটি ১২ মেগাপিক্সেল ও বাকি দুইটি ৫ মেগাপিক্সেল করে।সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
ফোনটির ক্যামেরা দিয়ে আপনি দুর্দান্ত ছবি তুলতে পারবেন। 10x এক্স জুম এর মাধ্যমে আপনি দূরের ছবি স্পষ্ট ভাবে তুলতে পারবেন। এছাড়াও মাইক্রো ক্যামেরা সাহায্যে ছোট জিনিস খুব সুন্দর ভাবে ছবি তুলতে পারবেন।
সামনের ক্যামেরা দিয়ে আপনি দুর্দান্ত মানের ছবি তুলতে পারবেন। সামনের ক্যামেরা ৩২ মেগাপিক্সেল হওয়ার কারণে ছবি দেখাবে অত্যান্ত সুন্দর।
ফোনটি দিয়ে আপনি ফোরকে রেজুলেশন এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও ফোনের ক্যামেরায় আরো অন্যান্য মুড অ্যাপ্লাই করে অনেক ভালো মানের ছবি তুলতে পারবেন। ক্যামেরার কথা বলতে গেলে শেষ হবেনা।
OIS প্রযুক্তি
ক্যামেরায় অত্যাধুনিক প্রযুক্তি OIS ব্যবহার করার কারণে আপনি অল্প আলোতেও ক্লিয়ার ছবি তুলতে পারবেন। OIS (optical image stabilization) এমন একটা প্রযুক্তি যার মাধ্যমে ছবি হবে দুর্দান্ত।
স্পিকার(speaker)
স্যামসাং গ্যালাক্সি samsung galaxy A52s 5G ফোনটিতে রয়েছে দুটি স্পিকার। একটি উপরে ও আরেকটি নিচে। দুইটি স্পিকার হওয়ার কারণে আপনি মুভি দেখতে এবং গেম খেলার সময় অনেক ভালো মানের সাউন্ড পাবেন। ভিডিও গেম এবং মুভিকে প্রাণবন্ত করতে দুটি স্পিকার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
সেন্সর(Sensor)
স্যামসাং গ্যালাক্সি samsung galaxy A52s 5G ফোনটিতে সেন্সর হিসেবে থাকছে অ্যাক্সিলোমিটার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, গাইরো সেন্সর, জিওম্যাগনেটিক সেন্সর, হল সেন্সর, আরজিবি লাইট সেন্সর, ভার্চুয়াল প্রক্সিমিটি সেন্সিং।
ব্যাটারি(Battery)
স্যামসাং গ্যালাক্সি samsung galaxy A52s 5G ফোনটিতে থাকছে ৪৫০০ mAh ব্যাটারি। যার মাধ্যমে আপনি দুইদিন অনায়াসে চালাতে পারবেন। তবে মোটামুটি গেমিং এবং হেভি ইউজারদের জন্য একদিন খুব ভালো ভাবেই চলবে ফোনটি।
ফোনটির মাধ্যমে ১৬ ঘন্টা ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও প্লেব্যাক 20 ঘন্টা, অডিও প্লেব্যাক ১২৪ ঘন্টা এবং কথা বলতে পারবেন প্রায় ৩২ ঘণ্টার মতো।
ফোনটির ব্যাটারি ৪৫০০ mAh হওয়ার কারণে মোটামুটি সব ধরনের ইউজাররাই এই ফোনটি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন।
ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুভ(Waterproof)
স্যামসাং গ্যালাক্সি samsung galaxy A52s 5G ফোনটিকে পানি এবং ধূলিকণার হাত থেকে রক্ষার জন্য ip67 রেট দেয়া হয়েছে। ১ মিটার স্বচ্ছ পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত ফোনটিকে রাখতে পারবেন।
নিরাপত্তা (security)
স্যামসাং গ্যালাক্সি samsung galaxy A52s 5G ফোনটিতে নিরাপত্তা হিসেবে দেয়া হয়েছে আন্ডার ডিসপ্লে Under Display ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যার মাধ্যমে খুব দ্রুত এবং সহজেই আপনি আপনার ফোনটিকে আনলক করতে পারবেন।
ফোনের রং (Colour)
স্যামসাং গ্যালাক্সি samsung galaxy A52s 5G ফোনটি সর্বমোট চারটি কালারের পেয়ে যাবেন।Awesome Violet, Awesome Black, Awesome White এবং Awesome Mint এই চারটি কালার ফোনকে আরো আকর্ষণীয় করে তোলে।
ফোনের দাম (price)
স্যামসাং গ্যালাক্সি samsung galaxy A52s 5G ফোনটি বাংলাদেশ অফিসিয়ালি পাওয়া যাচ্ছে ৫৭৪৯৯ টাকা। আন অফিসিয়াল ফোন পাওয়া যাবে ৩৫ থেকে ৪০ হাজারের মধ্যে।
স্টোরেজ memory
স্যামসাং গ্যালাক্সি samsung galaxy A52s 5G ফোনটিতে ram থাকছে 6/8GB এবং Rom128/256 GB।
ফোনটিতে আর ও রয়েছে ৩.৫ এমএম জেক। এখনকার প্রায় সব ফোনে এই ৩.৫ mm জ্যাক থাকে না। এছাড়াও ফোনটিতে থাকছে গরিলা 5 এর প্রটেকশন।
সর্বোপরি বলতে গেলে ফোনটি দুর্দান্ত।
উপর থেকে শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আরো অন্যান্য বিষয় চান যে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ্ ।
Post a Comment